৮৭।
পাপ-পুণ্যের তত্ত্ব ভুলে চলো বসি ওই মাঠে
যেখানে আত্মা ঘাসের উপর নীরব পায়ে হাঁটে।
জগত জোড়া শব্দ, ভাষায়, তত্ত্ব-বিতর্ক
অধিক সময় তাতেই এখন নিরর্থকই কাটে।

৮৮।
আঁধার মাঝে নিজ-তরীতে নিজেই একা চড়ি
সাগর জলে ডুবেও যখন ভাসার তরে নড়ি
পাই না ডাঙা, পাই না বন্ধু, পাই না আত্মীয়
বুঝব তখন আমার গলায় মরণ দিল দড়ি।

৮৯।
মনের মাঝে অপভাবনা বাঁধায় যদি যুদ্ধ
ধৈর্য ধরে আনন্দে তা করে ফেলো রুদ্ধ।
ধৈর্য কেন? একখানাই যে হৃদয় তোমার
বাঁচাও তাকে যুদ্ধ থেকে, আর রাখো তা শুদ্ধ।