৮১।
অতি সুন্দরী হাসায় না কারো ঘর
পোশাকের নীচে পাবে না যে অন্তর।
নরম দুটো বুকের নীচে দেখো -
স্বচ্ছ জলে একটা শক্ত পাথর।
৮২।
ছেড়ো না ছেড়ো না পান পাত্রের ঠোঁট
পৃথিবীর কাছে পাওনা না হলে শোধ।
পৃথিবী অথবা প্রিয়ার ঠোঁটের চুমা
দুটোতেই পাবে সুখ ও ব্যথার চোট।
৮৩।
আশায় থাকি কখন পাবো তোমার চুমা-আলিঙ্গন,
শরাব সম ভরবে যাতে পরম সুখে আমার মন।
থাকনা ওমন কথার ঢাকনা, আসল কথায় আসি প্রিয়া
আমার দেহ কেঁদে যাচে তোমার দেহের সাথে মিলন।