৬৭।
একটা পরিপূর্ণ জলের গ্লাস ভেঙে হায়
ঘুমন্ত জীবন ভাসালো বয়সের বন্যায়।
জেগে দেখো সময়ের বাহক কেমন
মৃত্যুর পথে ধীরে টেনে নেয় তোমায়।
৬৮।
বললে আমায় বাসতে ভালো ও মুখ
সে যেন গো মদ্যপায়ীর মদ্য পাওয়া সুখ।
আত্মহারা প্রেমিক এবং মদ্যপায়ীই জানে
ধরার বুকে ওদের যে নেই অপমান বা দুখ।
৬৯।
ইচ্ছাগুলির পিছে আমি যতই দ্রুত দোড়াই
ভাগ্য ততই যায় পালিয়ে চড়ে তেজি ঘোড়াই।
যাকেই বলি নয়ন জলে ভালোবাসি তোমায়
শত্রু হয়ে সেই আমারে আগুন দিয়ে পোড়ায়।
৭০।
ভেবেছিলাম জীবন যাবে তোর ও চুলে গুঁজে নাক
ঠোঁটটা হঠাত ঠোঁটে দিয়ে বললি, ও চোখ বুজে থাক,
চাইনা আমার জনম জনম ত্যাগী প্রেমিক-পুরুষ
সাত জনমের তপস্যা নয়, আমায় ক্ষণিক বুকে রাখ।