৬১।
সূর্যের বড় দুঃখ ছিল, চাঁদের সে আর পায় না দেখা
দিনে দিনে ঋণ বাড়ে তার, শোধের যেন নেই কো ঠেকা।
সুর্য যেদিন জানলো মানুষ চাঁদকে বেশী ভালোবাসে
সেদিন থেকে বন্ধ হলো, চাঁদের নামে সে ঋণ লেখা।
৬২।
ঊর্ধ্ব থেকে সূর্যটা ধীরে ধীরে মাথা করে নত
মানুষের চরণদ্বয় ছুঁয়ে দেয়ার আশা নিয়ে যত।
সারা রাত সে চেষ্টায় ব্যর্থ হয়ে কেঁদে
রক্তিম নয়নে প্রাতেই শুরু তার চলে অবিরত।
৬৩।
ধূসর গোধুলির রঙ লাগে ভালো
কিছুক্ষণ পরেই নিভে যাবে আলো।
তারপর কে জানে সামনে অপেক্ষায়
পূর্ণিমার চাদ না অমাবশ্যার কালো।