৫৫।
সুর্যের চেয়ে উজ্জ্বল তুমি, হে আমার প্রিয়তমা!
শুধুই একটি স্বর্গে আমার, তোমাকে করেছি জমা।
মাটির উপর শুয়ে শুয়ে রোজ এখন শুধুই দেখি
তোমার তাপের তেজটা চলে কেমন বাড়া ও কমা।

৫৬।
না-খাওয়া বা অধিক খাওয়া কোনটিই ভালো নয়
না-পাওয়া পেটে অধিক খাদ্যে আরও অধিক ভয়।
দুঃশাষণ ও ধ্বংস জেনো সেখানেই অনিবার্য
ভিখারির যেথা সহজেই হয় হঠাত রাজ্য জয়।

৫৭।
আমার ভগ্ন হৃদয় মাঝে দুঃখ এমন গভীর
তার ব্যথাতে সময় কাটে নিদ্রাহীন অস্থির।
বিশ্বাস না করলে তবে পাঠাও তোমার মন
দেখুক আমার ঘুমেও কেমন ঝরে অশ্রুনীর।