২২।
যতটা দিন বাঁচবো আমি মৃত্যু তোমার নেই
রইবে বেচে দুঃখ, স্মৃতির কাব্য কথাতেই
হৃদয় তোমার ভরা ছিল ভালোবাসার গানে
সুর দেয়া আজ আমার নেশা তোমার সে গানেই।
২৩।
কেমন করে ঘুমাই বলো তুমি কাছে থাকলে
কোনখানে আর হারাই বলো তুমি কাছে ডাকলে?
তোমার কাছে জেগে যে তাই সদাই ভয়ে মরি
ঘুমের মাঝে হারিয়ে যাবো তুমি ফেলে রাখলে।
২৪।
ভাবছি, তোমায় পাগল হয়ে খুঁজবো নাকো আর
পাগল হয়ে পেলেও তোমায়, করবে অস্বীকার।
নিজের যত্ন নিয়ে আমি হই যদি সুন্দর
তখন দূরে রাখবে আমায় সাধ্য কী তোমার?