২০২।
ভিক্ষুক যায় সাধুর কাছে - বলে যা অভাব আছে -
সাধু তার হয়ে বিধাতার দ্বারে অভাবমুক্তি যাচে।
ভিখারি ফিরে শূন্য উদরে নিশিথ করে যাপন -
ভিখারির তরে অনুকম্পায় সাধুর হৃদয় নাচে।

২০৩।
কহে ভিক্ষুক, হে সাধু বাবা আমি মরি পেটে ক্ষুধায়
শুনে সাধু বলে, বিধাতা ভরুক তোমার ও পেট সুধায়।
চাই না সুধা - চাই নুন ভাত, অর্ধেক রুটি জল -
দেয়নি বিধাতা, তুমি দেবে কি তা - ভিক্ষুক তারে শুধায়।

২০৪।
ভিক্ষুক কাঁদে, ক্ষুধাতে মরি দয়া করে করো দান;
দানবীর তারে কটি টাকা দেয় যদিও কাঁদে না প্রাণ।
কাল সকালে খাবে কী আবার? ভিক্ষুক নির্ঘুম -
দানবীর দেখে স্বপ্নের মাঝে স্বর্গে প্রাসাদখান।