১৯০।
নিজ ঘরে যতক্ষণ না লাগে আগুন
বলা যায় আগুনের কতশত গুণ।
অন্যের বাকি রেখে নিজ ঘর পুড়লে
আগুনকে ছাড়িয়েও তপ্ত হয় খুন।
১৯১।
চোখ খোঁজে চোর - অথচ সে থাকে নাকের নিচে
নাকের সৃষ্টি তাই বলে কি একেবারেই মিছে?
আসলে নাক গন্ধে বিভোর - যখন যা খায় চোর
তাই নীরবে ঘোরে সে নাক চেনা চোরের পিছে।
১৯২।
ইচ্ছা ছিল মুক্তো এনে দেবো তোমার পায়
সেই আশাতে ডুবেছি রোজ সাত সাগরের তলায়।
হাসলে শেষে রক্ত হাতে ভাঙা ঝিনুক দেখে
দেখলে নাকো ভাঙা এ বুক তোমার অবহেলায়।