১৮৭।
দেখি যখন চারিদিকে শুধুই ছাই আর ধূঁয়া
বুঝি তখন শুদ্ধ পরিবেশের কথাই ভূয়া।
বোঝে কি সে পুড়ার ব্যথা সবুজ বাগান যার?
বোঝে তা সেই, যার গিয়েছে দাবানলে খুয়া।
১৮৮।
সূচের ক্ষুদ্র ছিদ্র দিয়ে পরাও যদি সুতা
সুতার মাথা হয় না যেন বিভক্ত বা ভুতা।
সূচ-ছিদ্রের চেয়েও সরু ভালোবাসার পথ
যায় না চলা দুজন তাতে থাকলে কারো ছুতা।
১৮৯।
দেহখানা হানলো আঘাত মনের দরজায়
কে গো তুমি? মনটা তারে ভেতর থেকে শুধায়।
দেহ বলে, এইতো 'আমি', তোমার খুবই চেনা
মনটা বলে, বলবে যেদিন 'তুমি', আবার এসো হেথায়।