১৭১।
হাওয়ার উপর ভাসে সে এক মস্ত বালাখানা
বারান্দা তার এদিক সেদিক দীর্ঘ কখান টানা।
অন্তঃপুরে স্বচ্ছ জলের অনন্ত ফোয়ারা -
সবকিছু তার ঢেকে রাখে ছোট্ট তাবুখানা।

১৭২।
চাল ডেকে কয় ধানে - আমি বিনে তুই যে মূল্যহীন
ভাত রেগে কয় চালে - আমার কথা ভুললি অর্বাচীন!
অভাগা ধান বলল শেষে - মূল্য তোরা পেয়ে
ভুলেই গেলি আমার কাছে তোদের যার যা ঋণ!

১৭৩।
চাল আর জল এক হাড়িতেই এক আগুনে পোড়ে
ভাতটা হলেই রেখে তারে ফেনটা দূরে ছোড়ে।
ভাত ভুলে যায় তার জীবনে ফেনের মূল্য কী -
আদর পেয়ে কদর নিয়ে পরের থালা জোড়ে।