১৬২।
নিজের আত্মা যোগ করে নাও অন্য সবার সাথে,
অহম, আবেগ খুন করে নাও অপমানের হাতে -
চোখদুটোকে বন্ধ করে অন্য চোখে দেখো,
বুঝবে তখন হট্টগোলেও কী আনন্দ তাতে।

১৬৩।
আজ যা আছে সবার কাছে কল্পনা তা নয় -
নাও তো হতে পারে যে তা আনন্দ, দুখ, ভয়।
কোন বিচারে বুঝবে তারে - কী আসে কী যায় -
সবশেষে যার না থাকাটাই নিত্য সত্যি হয়?

১৬৪।
শোনা এবং উপস্থিতির মধ্যে একটা পথে
সব ঘটনা তথ্য হয়ে বয় যে প্রবল স্রোতে।
শৃংখলা আর নীরবতায় সে স্রোত সঠিক বয়,
ভুল পথে যায় বল্গাবিহীন অধিক কথা-মতে।