১৫৯।
দাবার বোর্ডে সাজায় সে কে গুটিগুলি থরে থরে -
এই মানুষের ভাগ্য যেখানে বিচিত্র খেলা করে?
এদিক-ওদিক নড়া, নাড়া, মারা, মরা হলেই শেষ
অনন্তকাল চিরসাথী করে একই বাক্সোতে ভরে।

১৬০।
খেলার মাঠে পায়ের বলে যে যেমনেই লাথায়
হাসে না বা কাঁদে না সে, সুখ অথবা ব্যথায়।
যে জন ছোড়ে সে বল মাঠে খেলোয়াড়ের মাঝে
বলের এমন পরিণতিই ছিল যে তার মাথায়।

১৬১।
লেখা শেষে এক সে আঙ্গুল সামনে যদি চলে,
ভক্তি এবং কান্না দিয়ে ভাসাও চোখের জলে -
একটা শব্দ, একটা বাক্য হবে না তার কাটা,
যদিও তাতে নিরেট পাথর-পাহাড় যাবে গলে।