১৫৬।
আত্মাটাকে বাহির করে অদৃশ্য এক পথে
পাঠাও যদি আনতে খবর পরের জীবন হতে।
হয়তো ফিরে খবর দেবে, সে-ই স্বর্গ-নরক
তার চাওয়াটাই অর্জিত হয় নিত্য জীবন-ব্রতে।
১৫৭।
সৃষ্টির প্রতি অকরুণ কেউ স্রষ্টা ভালোবাসে -
এমন কথা শুনলে স্রষ্টা নিজের মনেই হাসে।
যেজন নিজে নয় অকরুণ ধরায় কারো 'পরে
তারে খুশী করতে কে চায় অকরুণ সন্ত্রাসে?
১৫৮।
তুমি ও আমি আর যারা আছি, গেলে পর্দার আড়ালে
নবাগতরা পাবে না খুঁজে আকাশেও হাত বাড়ালে।
পৃথিবীর বুকে অনন্তকাল এই আসা যাওয়া খেলা -
সাগরের বুকে ছোড়া পাথরটা ক্ষণিক দেখতে দাঁড়ালে।