১৫০।
যতই খোঁজো আলোর উত্স আকাশ পানে চেয়ে
দিনের আলো ফুরিয়ে গেলেই আঁধারে যায় ছেয়ে।
চন্দ্র-তারা বিদ্রূপ হেনে নেয় প্রতিদিন বিদায় -
নির্বোধ! তোর সবই আঁধার হতাশার গান গেয়ে।

১৫১।
বাইবি তরী জীবন-জলে, সইবি না তুই একটু ঝড় -
এমন তরী কোন সে মাঝি বেয়েছে তার জীবনভর?
ও রহমান! ঝড়টা যখন মাঝ-নদীতে দেখায় ভয়
ঝড়-তারকের নামটা মুখে শক্ত হাতে হালটা ধর।

১৫২।
আদর পেয়ে মাটির পুতুল জানায় দৃপ্ত স্বরে -
অকারণে গড়েনি কেউ আমায় মাটির 'পরে।
মাটির থেকে যত্নে গড়ে অযত্নে ফের ভেঙে
মেশাবে সে মাটির সাথে শুধুই অনাদরে?