১৪১।
সাদা রঙের দরজাটায় কালো রঙের তালা
ঘুমটা দেয়া মুখটা নিত্য বাড়ায় শুধু জ্বালা।
মিলল না সে ঘরের চাবী, মিলল না তার দেখা -
ক্ষণিক দূরের আলাপ শেষে বিদায় নেয়ার পালা।

১৪২।
স্বল্প দামের মাটির কলসির উমুক্ত ঠোঁটে
কানটা পাতি - যদি সেথা জীবন-মন্ত্র জোটে।
ফিসিফিসিয়ে বলল সে ঠোঁট - পান করে যাও জল
মরলে তৃষায় সবই বৃথা এক জীবনে মোটে।

১৪৩।
শরাব-সাকির দোষটা কী বল? জানিস না তুই পানের রীতি
তাইতো মধুর শরাব পিয়েও মাতলামীতে মরিস নিতি।
আকণ্ঠ পান করেও যেজন সিদ্ধিবাসে মধুর হাসে
তার কাছে তুই যা রহমান শিখতে সঠিক শরাব-প্রীতি।