১৩৮।
স্বল্প জ্ঞানেই গল্প অনেক যাস বলে তুই মানুষ জাতি
শূন্য পাত্রের মতই বাজিস, শুনলি না তা দুকান পাতি।
কলস ভাঙা জলের পুটি, বাতাসে তোর লাফালাফি
বাতাস গেলেই থুবড়াবি মুখ, নিজকে যতই ভাবিস হাতি।
১৩৯।
এ নিশ্বাসের বিশ্বাস নেই - তবুও যখন হয়নি তা শেষ
চলছে আমার জীবন যেমন চলতে থাকুক তেমনই বেশ।
চলার পথে বাঁক তো আছেই, বাঁকটা যেন হয় এমন
যেমন বাঁকে হাজার পাপী পৌঁছে গেছে স্বর্গের দেশ।
১৪০।
হায় রহমান! মরার আগেও নোয়ায় না তোর উদ্ধত শির
ভাবিস না কার সামনে এসে নিজকে ভাবিস কৌশলী-বীর!
ক্ষণিক পরেই নিসাড় দেহে লুটাবি তার চরণ তলে
যে চরণে ঠেকালে শির ধন্য হতো জ্যান্ত শরীর।