১৩৫।
কুমার ক'খান কলসি গড়ে শুকায় যখন রোদে
ভাঙা রে তুই - ভালো ক'খান বললো গর্ববোধে।
ভাঙা কলসি মাটির বুকে আবার মিশে হাসে
পুড়তে পুড়তে ভালো কলসি বৃথায় কাঁদে ক্রোধে।
১৩৬।
কথায় কথায় দেখাও যদি তুমিই এতো দোজখ ভয়
প্রশ্ন জাগেই - করুণাময় স্রষ্টা কি তার মালিক নয়?
তোমার হাতেই বিচার যদি, পাপীর হলো চিন্তা শেষ
এখন শুধু ভাবনা রইল, না জনি কী তোমার হয়!
১৩৭।
হায় রহমান! কাটালি দিন অসার ভোগের ঘোরের মাঝে
নকল ঘরের লোভে মেতে মন দিলি না গোরের কাজে।
পারবি কি আর ভরতে রে তোর কাঁধের 'পরে শূন্য ঝুলি
শীর্ণ দেহে কুড়িয়ে নুড়ি আলোছায়ার বিদায়-সাঁঝে?