১৩২।
মাটির পাত্র গড়বে ভেবে মাখিয়েছিলে কাদা
শুকিয়ে হলো টুকরো ধুলো - তাই বলে কি কাঁদা?
মেশাও তাতে ফোঁটায় ফোঁটায় দেহের ঝরা জল
গড়বে পাত্র - ধুলো হলে একসাথে ফের বাঁধা।

১৩৩।
ভালোবাসার ষড়যন্ত্রে ভাগ্যে যদি শুধু
মরুভূমির তপ্ত রোদে হৃদয় পোড়ে ধু ধু,
চেয়ে দেখো কোন দিকে তার ছাইগুলি যায় উড়ে
সেথায় গেলে সবুজ গাছে হয়তো পাবে মধু।

১৩৪।
ও রহমান! ঢের হল তোর বাক-চাতুরী, কলম-খেলা
বন্ধ করে নীরব হ'রে - আর দূরে নয় বিদায় বেলা।
মূর্খ, জ্ঞানী - যাই বা ছিলি দুদিনের এই কর্মশালায়
বুঝবি সেসব কী নিরর্থক, যাবি যখন কাল একেলা।