১৩।
যে বাতাসে রোজ নিয়ে যায় তোমার সুবাস আমার দ্বারে
খাম খেয়ালী এমন দোষেও কোন দোষ-ই দাও না তারে
পথের টানে অবশ মনে আমি এলেই জানলা পাশে
নিঠুর তুমি তাড়াও কেন বাঁকা চোখের তিরস্কারে?
১৪।
কেউ না জানুক, তুই তো জানিস ছিলাম নাকো শরাবী
আমারও কী ছিল জানা তুই শেষে তাই ধরাবি?
বুকে যখন সাগর-তৃষ্ণা, এগিয়ে দিলি পান-পেয়ালা
তাতেই ডুবে মরে গেছি, কোন ফাঁসি আর পরাবি?
১৫।
আমার শুধু তৃষ্ণা ছিল, তোমার ছিল মধু ও শরাব
মধু পাওয়া করলে কঠিন, মদ্যপী তাই আমার স্বভাব
এখন যতই পোড়াও আমায় কাটিয়ে দিতে শরাব-নেশা
পোড়া দেহে আর কী হবে আতর-সুবাস আবির্ভাব?