১২৯।
দিনের আলোয় পাই যদি গো তোমার চোখের ইশারা
রাতের বেলায় মিলন তরে রই আমি যে নিদহারা।
সবাই যখন নিদ্রা যাবে, আসবো তোমার ঘরে
দৃষ্টিকে তার দেবোই ফাঁকি, বাইরে যে থাক পাহারা।
১৩০।
দেয়া নেয়ার দুটি কাজে পেলাম দুটি হাত
হৃদয় এবং মগজ পেয়ে হলাম মানুষ-জাত।
লোভের পশু মগজটাকে রাঁধলো মসলা দিয়ে
মুখটা পেয়েই মাখিয়ে তা খাই অপরের ভাত।
১৩১।
হে রহমান! মূর্খ রে তুই, করলি মিছে কলমবাজি
জগতকে তুই দিলি ধোকা মূর্খ হয়েও জ্ঞানী সাজি।
আসল জ্ঞানীর দরবারে তোর কালকে যখন পড়বে ডাক
মূর্খামী না ধোকাতে তোর হাসবে নাকি রাগবে কাজী?