১২৩।
ধর্মগুরুর বলায় যখন অভাব জ্ঞান ও কলার
তখন শুধু ভয় দেখানো নরক মাঝে জ্বলার।
যায় ভুলে সে কত হাজার অজানা সব খবর
যে পথে নেই অভিজ্ঞতা তারই নিজের চলার।

১২৪।
পান্থশালায় ক্লান্ত পথিক আয়েশ করে নিদ্রা যাচে
পান-পেয়ালা ডেকে বলে - দেখনা কোথায় শরাব আছে।
ক্ষণিক পরে রাত্রি শেষে মিলনমেলা সাঙ্গ হবে
কখন হবে পান করা তোর প্রেমের শরাব সাকির কাছে?

১২৫।
ঘুমিয়ে জীবন সফল হবে - ভাবনাটা তোর মহাভুল
ফল কি ধরে কুঁড়ি যদি জেগে উঠে না হয় ফুল?
মৃত্যু হলেই কাল হবে তোর দীর্ঘ নীরব ঘুমের শুরু
জন্ম থেকে চিতকারই যে জেগে বাঁচার মন্ত্রমূল।