১২০।
গাই তারই গান জীবনের আজও যেটুকু রয়েছে বাকি
কালকে ধুলায় মেশার আগে - এ মাটিতে চরণ রাখি।
তারপর শোবো ধুলাতে নেমে অনন্ত বিছানায়
যেখানে রবে না সঙ্গীত, সুর, পান-পেয়ালা, সাকি।
১২১।
ব্যস্ত যারা ভাবনা নিয়ে - কী হবে আজ-কাল -
এমনিভাবেই যাবে, আবার আসবে নতুন সাল।
অন্ধকারের মিনার থেকে মুয়াজ্জিন যায় হেঁকে
ও অকর্মা! দুই জীবনই করলি রে পয়মাল।
১২২।
এই জগতে একটা জিনিস নির্ভুল-নিশ্চিত
আজ আছে যার জীবন, কাল সে হবেই মৃত।
তারপরে কী আছে, বা কী নেই
নানান ধর্মে আছে ভবে নানানভাবে ধৃত।