৩১।
ভাগ্যবানের প্রাসাদ-চূড়ায় বাজ-নিরোধক শলা
ভাগ্যহীনের খড়ের ঘরে তাই চলে তার জ্বলা।
ভাগ্যবানের গেলাস ভরে ধরার সাকি সুরায়
স্বর্গে ও-সব পাবার আশায় ভাগ্যহীনের চলা।

৩২।
ভাগ্যহীন আজ কে যাবি আয় যজ্ঞ দিতে মদ্যশালায়
সাকির হাতের গেলাস ঢেলে ভোগের খড়ে আগুন জ্বালাই।
জীবন যাদের ভোগের মদে নিত্য সদাই থাকে ডুবে
সেই আগুনে পোড়া তাদের, দেখিস যেন কেউ না পালায়।

৩৩।
ত্যাগ ও ভোগের সৃষ্টি করে, স্রষ্টা আজি বিষম ধাঁধায়
ভোগ দখলে শক্তিমানের, ত্যাগ চড়েছে রুগ্ন গাধায়।
গাধারা চায় মরার আগে সাকির হাতের মদ্য পানে
ভোগের রাজ্যে আগুন জ্বেলে বিধ্বংসী এক যুদ্ধ বাঁধায়।