২৬৭।
আমার মাকে পরকে দিয়ে বানিয়ে এলে বেশ্যা
হরণকারী বন্ধু তোমার - শোনাও গো সেই কেচ্ছা!
পরের লাঙল মায়ের দেহ করলে এফোড় ওফোড়
সন্তানেরা করবে ঠিকই তোমার ভাগ্যে শেষ যা।
২৬৮।
লাগলে আগুন মরবে পুড়ে, ভাসবে এলে বন্যা
ওদের কাছে যতই বলো, কার বা পুত্র, কন্যা।
দেশ-জনতা ক্ষেপবে যখন দেবেই ওরা কামড়
যত বড়ই হওনা নেতা, দেশমাতা, অনন্যা।
২৬৯।
জমিন যদি নয় উর্বর, তাতে যতই ঢালো জল
দেয় নাকো তা সতেজ বৃক্ষ, রঙিন ফুল ও ফল।
মগজবিহীন মতিস্ক যার, তারে দিলেও জ্ঞান
রাজনীতি বা দুর্নীতি কী, তা বুঝানো নিস্ফল।