২৬৪।
সকাল বিকাল পিটাস যদি নিজের ঘরের বো-কে
ভাবিস কেন চুপ থাকবে পাড়ার সকল লোকে?
যতই বলিস, আমার ঘরে পাড়ার লোকের কী?
সেই পাড়ারই কেউ না কেউ পিটিয়ে দেবে তোকে।

২৬৫।
করে যে জন সমাজটাকে মানতে অস্বীকার
সেই সমাজে হবেই সে জন বিদ্রোহী, নয় গোয়ার।
নীতিবিহীন বিদ্রোহী আর গোয়ারে নেই তফাত
শক্তি থাকলে দুদিন টেকে - ধ্বংসই শেষ তার।

২৬৬।
শয়তান আর চোরকে শোনাও যতই ধর্ম-কথা
চুরি তারা করেই যাবে ধন ও মানবতা।
সুবিশ্বাসের শক্ত বেড়ায় শয়তান রাখো দূরে
কারার দেয়াল না বানালে, চোর ধরা অযথা।