২৫।
দিল বাগিচায় খুশ লাগি হায় উড়লে সুবাস-ধোঁয়া
সঙ্গ কামার অঙ্গ আমার চায় যে গরম মোয়া
গরম তোমার হাপরে তাই পুড়াই শক্ত লোহা
আগুনটা তার নেভায় শেষে তোমার জলের ছোঁয়া।
২৬।
একলা শুয়ে রাত্রে ভাবি, হতেম যদি মশা
ঠেকাতো কে তোমার গায়ে চুপটি করে বসা?
তোমার গায়ের গন্ধ-ছোঁয়ায় হতেম যখন বিভোর
তোমার হাতেই ঘটতো না হয় আমার মরণ-দশা।
২৭।
চাঁদ আসে চাঁদ হারায় আবার, হাসে আবার ফিরে
তারই সাথে জোয়ার ভাটার খেলা গাঙের তীরে।
তুমি আমায় ভাসিয়েছিলে একটিবারই শুধু
তারপরে ঘোর অমানিশায় ভাসি অশ্রু-নীরে।