৪।
এখন থেকে লিখব শুধুই রুবাইয়াৎ
জোটে যদি তাতে কবির কিছু ভাত
নইলে শুধু করেই যাবো কা কা রব্
করব তাতেই আসল কবি কুপোকাৎ।
৫।
তোর কারণে স্বর্গ ছেড়ে হলাম জগত-বাসী
সেই নরকে দগ্ধ হয়েও তোর হাসিতে হাসি
আবার স্বর্গে নাইবা গেলাম তুই যদি নাথাকিস
যে বলে সে বলুক তোরে নারী-সর্বনাশী।
৬।
নরক যখন বানিয়েছ, যাবেই সেথায় কেউ না কেউ
তাকিয়ে দেখি আমার সাগর পুণ্যবিহীন পাপের ঢেউ
তোমার দয়ায় না পাই যদি তোমার গড়া স্বর্গখানি
আমায় দিয়ে ভরো নরক, না যেন যায় অন্য কেউ।