২৪২।
বসবে তুমি সিংহাসনে, আমার তাতে কি?
একটা মরিচ বেশী পাব পান্তা ভাতে কি?
নিজের ভোটটা নিজেই যখন আর পারি না দিতে -
আমার নামটা লেখা আছে স্বাধীন জাতে কি?
২৪৩।
কবর থেকে খবর এল - গুম হচ্ছে লাশ
জীবন্তদের কমলো তাতে গোর আজাবের ত্রাস।
সেই আনন্দে নেতারা সব পাপ-পুণ্য ভুলে
কাপড় খুলে একে অন্যে দেয় আঝোড়া বাঁশ।
২৪৪।
সিংহাসনে বসে রাজা যেমন করে ইচ্ছা
নিজের বাবার পরের বাবার বলতে থাকে কিচ্ছা।
সময় হাসে অট্টহাসি - আমিই আসল লেখক -
ইতিহাসে লিখব ঠিকই সকল রাজার হিস্যা।