নীরস পাথরের বুক ফেটে জন্মানো গোলাপের গল্প
উদ্যানবিদ্যার পুস্তকে লেখা থাকে নিতান্তই অল্প।
হাঁটার জন্যে আদোতেও নেই যার দরকারী পদদ্বয়
প্রকৃতির নিয়ম ভেঙে তার হাঁটার গল্প খুব বেশী নয়।
অদ্ভুত পৃথিবীতে তবু অদ্ভুত অনেক কিছুই ঘটে
উন্মুক্ত পৃথিবীর বাতাসে স্বপ্নেরা হেঁটে যায় বটে।
মুক্ত পৃথিবীতে পাথরের বুক ফেটে গোলাপেরা ফুটুক
পদহীন মানুষেরা স্বপ্নের ডানা দিয়ে বহু দূরে ছুটুক।
দীর্ঘজীবি হোক পাথর ফেটে জন্মানো গোলাপেরা
আর যাদের জীবন নেই প্রিয়জনের যত্নে ঘেরা।