ভাতের জন্যে লাগিয়ে গায়ে প্রফেশনাল লেবেল
ঘুরি আমি দেশ বিদেশে হোটেল থেকে হোটেল।
ঘুমের জন্যে একেক রাত্রি একেকটা রুম-নম্বর
নম্বর থেকে নম্বরে হাঁটি আমি এক যাযাবর।
ভুল যদি হয় সঠিক নম্বর, অন্য রুমে গেলে
ফিরতে হবে নিজের রুমে সঠিক নম্বর পেলে।
ভ্রমণ শেষে সব ভুলে যায়, ফিরি এক নম্বরে
মনের মানুষ প্রাণের স্বজন যেথায় বসত করে।
জীবন শেষে যাওয়ার তরে, স্থায়ী যে ঠিকানা
সেই নম্বর আমার কাছেই রয় চির অজানা।
কেমন সে এক হোটেল মালিক এমন ভাবে লেখে
যার ঠিকানা সেই নম্বরে, সেই কভু না দেখে।
তার হোটেলে থেকে আবার তার হোটেলেই যাবে
তবুও কেউ কোনদিন তার নম্বরটা না পাবে।
কেউ কোনদিন ভুলেও তবু ভুল রুমে না যায়
না জানাটাই সঠিক হয়তো, সব জানা ভুল হায়!
-------------
সুরাবাইয়া, ইন্দোনেশিয়া
২১/০৯/২০১৮