ওহে মুসলিম! দুনিয়ার বুকে আসিতেছে মহা-অতিথি
সঙ্গে লইয়া পাপ মোচনের সে এক মহান-তিথি।
মহান অতিথির মহাসম্মানে, অপার করুনা আল্লার
বন্ধ রহিবে সারা মাস-ব্যাপী জাহান্নামের যত দ্বার।
শয়তান রবে শৃঙ্খলে বাঁধা, জান্নাত রবে খোলা
সব অনুতাপী পাপহীন হবে, পথ পাবে পথ-ভোলা।
নিজেরে আজিকে জাগ্রত করো, জানাইতে তারে স্বাগতম
সঠিক কর্ম ব্যতীত জানিও সকলই হইবে পন্ডশ্রম।
আজ থেকে করো অবৈধ যাহা সবকিছু তার বর্জন
অসৎ পথের সম্পদে কভু হবে না পূণ্য অর্জন।
দেহ ও আত্মা শুধিতে হইবে কঠোর সিয়াম-দহনে
ভুখা ও নাঙ্গার কষ্টটা যেন জাগ্রত হয় ও মনে।
সেই মন নিয়ে সারাটি বছর রহিবে তাদের পাশে
এ ছাড়া বলো আল্লা কি চায় তোমার ঐ উপবাসে?
নইলে যে সেই উপবাস হবে আল্লার সাথে ঠাট্টা
ধর্মের নামে ভজনালয়ে শুধু মারা হবে গাট্টা।
তোমাদের ধনে পাওনা আছে নির্ধন জনতার
এই মাসে তা পরিশোধ করে মুক্ত হও সে ভার।
রাত্রি জাগিবে সেহরিতে আর আল্লার নামে সেজদায়
ইফতারি-আহারে কথা ও আচারে খুবই সংযম চায়।
সারাটি বছর রাখিবে ধরিয়া সেই সংযম-অভ্যাস
সিয়াম সাধন ক্ষুধার কাঁদন, হও যদি নফসের দাস।
জাগিয়া উঠরে, জাগিয়া উঠরে, বিশ্বের সব মুসলমান
বিগত রজব, উঠোনে শাবান, আসিতেছে ঐ রমজান
ত্যাগ ও শান্তির বাণী বুকে লয়ে, আসিতেছে মহা মেহমান
জাগ্রত করো দেহ ও মনেরে, হয়না যেন তাঁর অপমান।
রচনা: ১৫ মে, ২০১৬