৪৬।
বৃষ্টি এলেই এখন শুধু বাইরে গিয়ে দাঁড়াই
গায়ে লাগা ময়লাগুলো ধুয়ে ধুয়ে ছাড়াই।
মনটা বলে, মনের ময়লা ধোয়ার বৃষ্টি হবে
সেই আশাতে আকাশ পানে হাত দুটো যে বাড়াই।

৪৭।
দ্রাক্ষাফলের শরাব হারাম - যেন তোমার নাম না ভুলি
তোমার নামের শরাব যে তাই, গেলাস ভরে সদাই গুলি।
সেই শরাবে ভিজিয়ে গলা, আমি যে আজ নেশায় মাতাল
নেশার ঘোরে ওই নামই গায়, আমার মনের এ বুলবুলি।

৪৮।
আগে কী আর বুঝেছিলাম, ভালোবাসা এমন কাল
তোমায় রানী করে আমায় বানাবে এক নিঃস্ব-কাঙাল?
এখন রাজ্য শাষন করো, বসে তোমার সোনার সিংহাসনে
তোমার রায়ে শাস্তি যে পাই, এই আমি এক পাঁড়-মাতাল।