স্বপ্ন দেখা নিষিদ্ধ ভুমিতে
সন্তর্পনে আগলে রাখি মননের দরজা।
মাঝে মধ্যে তবু ক্লান্তি আসে নয়নে,
তন্দ্রার গলিপথে স্বপ্নেরা ঢুকে যায় মগজে।
মেদহীন, ভাষাহীন অসংখ্য কঙ্কালের নিস্প্রভ চোখ,
দগ্ধ করে আমায় প্রখর উত্তাপে।
মন্ত্রমুগ্ধ হেঁটে চলি কোন এক বিক্ষোভ মিছিলে -
ঊর্ধ্বমুখী অসংখ্য হাত আর ইস্পাতকঠিন অবয়ব
ডেকে যায় অনাগত বিজয়ের মিছিলে,
কালের জঞ্জালকে ফুল করে ফুটানোর অঙ্গীকারে।
তন্দ্রা ভেঙ্গে জেগে উঠি স্বপ্ন দেখা নিষিদ্ধ ভুমিতে,
আসামীর কাঠগড়ায় বিচারকের সম্মুখেঃ
রায় শুনি, ঘাড় থেকে দ্বিখন্ডিত করা হোক দেহ,
স্বপ্নহীন ঘুমের অধিকার ভুলে স্বপ্ন দেখার অপরাধে।