এক গাঁয়ে এক লোকের ছিল এক গাধা
লোকটির চিনির ব্যবসা ছিল ধরাবাঁধা।
গাধার পিঠে চিনির বস্তা - যায় বাজারে
হাঁটুজল পার হয় প্রতিদিন পথ মাঝারে।
একদিন পা ফসকে গাধা পড়ে জলে
বস্তার কিছু চিনি যায় তাতে গলে।
হালকা চিনির বস্তা বয়ে গাধা পায় মজা
গাধা ভাবে পেলাম আজ আরামের ধ্বজা।
সেদিন থেকে যেই যায় গাধা সেই জলে
প্রতিদিন পা ফসকে পড়ে নদী তলে।
লোকটি বুঝে ফেলে গাধার সে চালাকী
বলে, অচিরেই বন্ধ হবে গাধা তোর ফাঁকি।
সেদিন গাধার পিঠে চাপায় তুলার এক গাঁট
গাধা ভাবে হালকাই আজ - হাঁটে টাঁট টাঁট।
আরও হালকা করে নেবো পড়ে সেই জলে
গাধা ঠিকই পড়ে আবার সেই নদী তলে।
ভেজা তুলার গাঁট নিয়ে গাধা আবার ওঠে
ভারী গাঁট বয়ে সেদিন ভাগ্যে কষ্ট জোটে।
যায় না ফাঁকি দেয়া নিত্য - করে অনুধাবন
কাজে ফাঁকি না দিতে আর করে তাই পণ।