যতবার চাই জীবনের পানে -
মনে হয় তারে বড় অচেনা
যত ঢেউ ওঠে শেষ হয় তটে
বালুকার বুকে লবনের ফেনা।
জীবনে যা কিছু ঠিক ভেবে করি
অবশেষে দেখি সব তার ভুল
যার সবকিছু ভুল ভাবি আমি
তারই মাঝে শেষে হেসে ওঠে ফুল।
মূল্য দিয়ে যতকিছু কিনি -
সুখের মুখোশে মায়াবী হরিণি,
সুখ যা তা হয় বেদনায় কেনা
মনে হয় তারে বড় অচেনা।
নিঃস্বজীবন অনুক্ষণ কাঁদে
কালের সাগরে রেখে যেতে দান
যা কিছু করি সঞ্চয় - শেষে
ভোগের বিলাসে হয় অবসান।
ত্যাগের স্বপ্ন যা দেখি নয়নে
ভোগের বাসনা ভাসায় চয়নে -
দিতে এসে শুধু করে যাই দেনা
মনে হয় তারে বড় অচেনা।