সংসারের এই রঙ্গশালায় যাই যে পুতুল নেচে
মাঝে মাঝে বুঝতে পারি আছি আজও বেঁচে।
ভালোবাসি আর না বাসি
কারো হাতে কাঁদি, হাসি
কারো মুখে, কারো বুকে খুশীর ঝলক যেচে।
কারো হাতের ছোঁয়া পেয়ে বুঝি,
আজও বেঁচে আছি
নাচের সঙ্গী পুতুলটা তাই খুঁজি
আরও কাছাকাছি।
আমি ধন্য তবু ধন্য
আমি নাচি কারো জন্য
কারো হাতে মুক্তা আনি জীবন-সাগর সেচে।