কুলুপ এঁটে দে রে, মুখে কুলুপ এঁটে দে
অবাধ্য তোর হাত দু'টোতে মেন্দি বেটে দে।
কী যায় আসে যাইবা ঘটুক,
সত্য মিথ্যের পায়ে লুটুক
হাতে কাচের চুড়ি পরে, ঘোমটা সেঁটে দে
কুলুপ এঁটে দে রে, মুখে কুলুপ এঁটে দে।
যুগের তরুণ মাদক খেয়ে
কাটাক রে দিন ভজন গেয়ে
প্রতিবাদের শিং গজালে, শিংটা কেটে দে
কুলুপ এঁটে দে রে, মুখে কুলুপ এঁটে দে।
যে যা পারে করুক শোষণ
শোষকগনের কর রে তোষণ
লাথি দিয়ে পেট ভরালে, খালি পেটে দে
কুলুপ এঁটে দে রে, মুখে কুলুপ এঁটে দে।
দেশ এগুলো অনেক দূরে
কজনে খায় পেটটা পুরে
নিজের পেটে চাইলে, নেতার চরণ চেটে দে
কুলুপ এঁটে দে রে, মুখে কুলুপ এঁটে দে।
যুগে যুগে পাওয়ার বিপ্লব
এ যুগেতে মিথ্যা ও-সব
পেতে হলে নেতার বুলি, গলা ফেটে দে
কুলুপ এঁটে দে রে, মুখে কুলুপ এঁটে দে।
বিদ্রোহীদের প্রতিবাদ
মারের চোটে আর্তনাদ
তাতেও যদি না থামে তো, গলা ছেটে দে
কুলুপ এঁটে দে রে, মুখে কুলুপ এঁটে দে।