লবন ও পাঁক বুকে রেখে
সাগর যোগায় ঊর্ধ্ব-মেঘে
শুদ্ধ, পূত জল
বর্ষে সে তা পাহাড় চূড়ায়
বিশুদ্ধতা ক্রমশ হারায়
নামতে সমতল।
নদীতে যা স্বচ্ছ নামে
সমুদ্রে তা ঘোলায় থামে
অদৃশ্য এক টানে
একটিও সেই জলের কণা
উঠায় না তার ক্ষুব্ধ-ফণা
নিয়মটা সে মানে।
মানব সমাজ নয় প্রকৃতি
চলে সেথায় ভিন্ন রীতি
সমাজ, আইন, ধর্মে
উচ্চে-জন্মা ঊর্ধ্বে হাসে
নিম্নে-জন্মা পাঁকেই ভাসে
অনেক বাধাও কর্মে।
চাইলে কিছু সেথায় ভিন্ন
পড়তে পারে নামে চিহ্ন
সন্ত্রাসী, বিদ্রোহী
যুগে যুগে বিপ্লবীজন
ঘটায় অনেক পরিবর্তন
অনেক ব্যথা সহি'।