জীবনের বিভিন্ন ধাপে ধাপে চলি
একদিন যা শুনেছি, শেষে তাই বলি।
শুনেছি ভালো-মন্দের কিছু বিধি-নিষেধ
শুনেছি তো প্রবীণের অভিযোগী-খেদ।
"নতুন প্রজন্মের ভাবনায় নেই গভীরতা
বোঝে না বিলাসী জীবনযাত্রার অসারতা।
প্রবীণের প্রতি তাদের শ্রদ্ধাহীন ভাব
প্রচলিত মূল্যবোধে আঘাত হানা স্বভাব।"
সেদিনের নবীন আজ হয়েছি প্রবীণ
একই কথা নবীনদের বলি রাতদিন।
আজকের নবীনেরাও একদিন প্রবীণ হবে
সেদিনের প্রবীণদেরও একই খেদ রবে।
নবীন ও প্রবীণের সংলাপ যুগ যুগ ধরে
নবীনের ইমারত প্রবীণের ভিত্তি 'পরে।
সাবধানী প্রবীণের সু-উচ্চ ইমারতে ভয় -
যদি সে আকাশ-চুম্বি ইমারত বিধ্বস্ত হয়!
প্রবীণের দুর্ভাবনা, যতকিছু তাদের সঞ্চয়
নবীনের হস্তে তার সবই হবে ক্ষয়!
নবীনের সংপ্রশ্নে বিধাতার গদি যদি কাঁপে
ধ্বংস হবে সভ্যতা দুর্বিনীতের পাপে।
নবীন হেঁটে চলে দৃপ্তপদে সমুখের পানে
অনাগত সময় মত্ত, তাদেরই জয়গানে।
ইমারতের ঊর্ধ্বে উঠে আকাশ করে জয়
দুরু দুরু প্রবীণের বুকে তবু হাঁটে সংশয়।
বিধাতা ও মহাকাল, দুজনেই বসে হাসে
নতুন যা কিছু নবীনের হাত ধরে আসে।
নবীনের কাধে শেষে প্রবীণের শেষ পথ চলা
পৃথিবীতে থাকে তবু একই কথা বলা।