স্মৃতির জানালায় দৃষ্টি মেলে বিহবল মনে
বিরহানলে পুড়ি সদা একা সংগোপনে।
হাসি খেলা সারাদিন, সে তো অভিনয়
নিঝুম-নিশীথে স্মৃতি-চোখে কাঁদে এ হৃদয়।
যে গেলো আসি বলে সে আর কভু এলোনা ফিরে
তার কি পড়েনি চোখে, যা ছিল এ হৃদয় গভীরে?
যদি প্রেম নিয়ে কেউ চলে যায়
বিরহানলে পোড়া সে কি একা মোর দায়?
না কি হৃদয়ে মেখে প্রেম-রেনু স্পন্দন
মুদিত নয়নে আজো লুকায়ে শিহরণ
কেউ কি কোথাও আমারই মতো নিশীথ জাগে
দু'ফোটা অশ্রুই সিক্ত করে বালিশ মোর অনুরাগে?
তাই যদি হয় তবে করি আজ এই কামনা
আজ থেকে শুধু মোর তরে থাক এই বিরহ যাতনা।
ওগো ও সোনার মেয়ে,
তোমার চরণে অর্ঘ হোক মোর এই নিষ্কন্টক ফুল
হোক প্রেমের বিসর্জন,
আমার হৃদয়ে শুধু থাকো তুমি নির্ভুল।
রচনা: ৭ নভেম্বর, ২০১৬