ভালোবাসি বললেই কেউ, ভালোবাসা বোঝো?
বুঝতে হলে ভালোবাসার উত্সটা কী, খোঁজো।
ভণ্ড প্রেমিক করবে জেনো ঠিক বেঠিকের বিচার
ভালোবাসার আলো সেথায় পাবে নাকো আর।
স্রষ্টা রাখে সৃষ্টিতে তাঁর অসীম ভালোবাসা
হাজার ধারায় বয় তা ধরায় - হারাসনি তাঁর আশা।
মধু-ঝরা শ্বাসের সাথে নিস যদি তাঁর নাম
বুঝবি রে তাঁর ভালোবাসার অশারীরিক কাম।
তখন সেজন গেলে দূরে, ভালোবাসার আগুন
বুঝবি তখন কেমন করে পোড়ায় যে তা দারুণ।
কাছে এলেও দেখবি হবে সহ্য করা কঠিন
প্রেম-বিরহের দহন খেলা চলবে রাত ও দিন।