ক্ষমা কর ক্ষমা কর ক্ষমা কর হে দয়াময়, ক্ষমাশীল প্রভু
দ্বীন-হীন আমি ক্ষমার অযোগ্য, তুমি ক্ষমা কর তবু।
জগতের মাঝে সহস্র জনের সহস্র কথা, হাজার চাওয়া
তারই মাঝে এ ক্ষুদ্র অধম শুধু ক্ষমা চাই, হবে কি পাওয়া?
দ্বীন-হীন আমি শোনার অযোগ্য, শুনবে ভেবে ডাকব তবু।
জগতে যা কিছু সব দাও তুমি, এই ভিখারী দেবে কী তোমায়?
তোমারই দানে জগত খুশি, তোমারে খুশী করি সাধ্য কোথায়?
দীন-হীন আমি না দিয়ে তোমায়, তোমার কাছে চাইব তবু।
এত হাসি গান, এত যে আলো, সবই তো তোমার দান
এত যে পাওয়া, এত প্রিয়জন ভরেছে আমার প্রাণ
তবু এ হৃদয় তব ক্ষমা চাই, তোমার ক্ষমা চাইব তবু।
যে কথা বলার নির্দেশ দিলে, সে কথা আজও হয়নি বলা
যে পথে চলার দিশারী দিলে, সে পথে আজও হয়নি চলা
তুমি পথে আনো এই পথ হারারে, পথ চলা তো থামেনি কভু।
রোগ, শোক, জ্বরা, মৃত্যু, অভাব, বেদনা, ব্যথা, তুমি সব দাও
তুমি জানো আমি অযোগ্য সওয়ার, তবু কেন তুমি পরীক্ষা নাও?
ক্ষমা করে দাও এই দ্বীন-হীনে, পরীক্ষা আর নিওনা কভু।
খুশী করে হায় পাব যে তোমায় কখনো করিনি সেই দুরাশা
তুমি দয়াময়, কাছে টেনে নাও, শুধু দয়া দাও আর ভালোবাসা
কেন অকরুণ বিচার তোমার? বিচারে তোমায় পাবনা কভু।
তোমার স্বর্গে সুখ ও শান্তি আর নাকি আছে আনন্দ সব
ধরার মাঝের কান্না, বেদনা, করো কি গো তুমি তা অনুভব?
নরক ও ধরার দুঃখ ছেড়ে তোমার শান্তি চাই যে প্রভু।
সব ঘরে ঘরে শান্তি দাও, সব ঘরে ঘরে দাও গো সুখ
দূর কর তুমি যার যা আছে অভাব, বেদনা, শোক ও দুখ
ধরার সবাই হয় যদি সুখী তোমার কি তাতে অসুখ প্রভু?
২১ মার্চ, ২০১৪