নিয়জিল্যান্ডের ক্রাইস্টচার্চে উঠেছে শোকের মাতম
পঞ্চাশজন বন্ধুর জীবন ছিনিয়েছে এক নরাধম।
শান্তিকামী মানুষেরা ছিল আল্লাহর উপাসনায়
কেউ ভাবেনি এমন ঘটনা ঘটাবে সে শুধু ঘৃণায়।
বন্ধু গো! রাখি আইনের হাতে তার বিচারের ভার
তার চেয়ে জানি আল্লাহর হাতে হবে ঠিক সুবিচার।
জানি, বেদনায় আজিকে লুটায় ফেলে যাওয়া স্বজনেরা
তোমাদের ভালোবাসাতে যাদের এ জীবন ছিল ঘেরা।
তোমাদের তরে ঊর্ধ্বে স্বর্গ জানি আছে প্রতীক্ষায়
তবু জেনে যাও, কান্নাতেই নয় শুধু স্বজনের বিদায়।
বেদনার মাঝে, এ ত্যাগের মাঝে তবু তারা প্রত্যয়ী
যে বিশ্বাসে তোমাদের এ ত্যাগ - রবেই তা চিরজয়ী।
রয়ে গেল যারা ধরণীর বুকে তোমার বংশধর
তাদের সেজদায় ভরে যাবে কাল আল্লাহর পাক ঘর।
প্রেম, ক্ষমা ও ভালোবাসা দিয়ে করবে পৃথিবী জয়
ইসলাম রবে দুনিয়ার বুকে - ঘৃণাকারীই হবে ক্ষয়।
তোমাদের ঘুম দিয়ে গেল দেখো পৃথিবীতে জাগরণ
শান্তিকামী মানুষের মাঝে দৃঢ় হলো বন্ধন।
জাতি ও ধর্মের বিভেদ ভুলে সকলে মেলায় বুক
মানুষকে মানুষ ভাবার মাঝেই পৃথিবীতে আছে সুখ।
বিশ্বাসীদের জীবন যে বন্ধু অনন্ত এক সময়
স্বর্গের জীবন দীর্ঘ হবেই, ধরাতে যদি তা নয়।
আমরা বুঝি ধরণীর বুকে তোমাদের প্রাণ হারালো
তোমরা দেখো আল্লাহ তাতেই স্বর্গে জীবন বাড়ালো।