ভাবছো তুমি অতি উচ্চ তোমায় ছুবে কে
জানো নাতো কাটছে শিকড় গর্তে ডুবে কে?
উই পোকাতে ধরলে
মাঝখানে কাঠ মরলে
তোমায় কেটে চুলায় দেবে, খাটে শুবে কে?
ভাবছো তুমি অতি বড় মিষ্টি ফজলি আম
বাজারেতে উঠলে তোমার হবে কত দাম।
তোমায় পোকায় ধরলে
একেবারেই মরলে
কে আছে আর খাওয়ার তরে তোমার নেবে নাম?
ভাবছো তুমি কাঠের রাজা শাল, কাঁঠাল, সেগুন
তোমার চেয়ে বেদামী নেই ধরলে তোমায় ঘুন।
ঘুনে তোমায় খেলে
দেবে সবাই ফেলে
তখন তোমাই চাইবে শুধু রান্না ঘরের আগুন।
ভাবছো তুমি বড় নেতা অনেক তোমার নাম
জনগণ সব ছোট্ট পোকা, কিই বা ওদের দাম।
ওই পোকারা জাগলে
জেনো তুমি ভাগলে
ইতিহাসের আস্তাকুড়ে হবে তোমার ধাম।
রচনা: ১৪ এপ্রিল, ২০১৬