এক যে ছিল মূর্খ দুষ্ট গরু
একটুখানি জায়গা হলেই সরু
নিজের জায়গা দখল রাখার ছুতোয়
ছুড়তো অন্যে তীক্ষ্ণ শিঙের গুতোয়।
এমনি করে ছিল যারা কাছের
সাথী ছিল সকল রকম নাচের
আস্তে আস্তে জড় হলো দূরে
একই কণ্ঠে কাঁদলো একই সুরে।
অবশেষে হলো তাদের বোধ
সময় এখন নেয়ার প্রতিশোধ
দুষ্ট গরুর চেয়ে তাদের দলে
বেশী গরু আছে অনেক বলে।
সবাই মিলে করলো পাল্টা ধাওয়া
তাদের তীক্ষ্ণ শিঙের গুতো খাওয়া
দুষ্ট গরুর রইল না আর রক্ষা
ফুটো পেটে চিত হয়ে পায় অক্কা।