১।
পিঁয়াজ নিয়ে করছে যারা কদিন ধরে পিঁয়াজি
রাজস্ব-বোর্ড ধরবে তাদের হাতে নাতে কি আজই?
নাকি দেবে নাকেতে তেল
খেলোয়াড়ে খেলবে এ খেল
মুনাফা তার ভাগ করাতে কাল গোপনে হবে কাজী?

২।
দেশে যতই চলুক ওরে উন্নয়নের মহাধুম
ভাবিসনে তুই শান্তিতে ভাত খেয়ে দিবি আরাম-ঘুম।
সস্তা ভাত আর পিঁয়াজ, লবন
ভাগ্যে তোদের নেই জনগণ
এসব খাওয়া ছেড়ে দিয়ে বানর হয়ে ডাকরে 'হুম'।

৩।
সত হলে তুই পরের ক্ষেতে খাট সারাদিন কামলা -
রাজা, মন্ত্রী, ডাক্তার আর ঘুষ খাওয়া সব আমলা
কিংবা যারা মুনাফার ব্যবসায়ী
সবাই ওরা তোদের রক্তপায়ী
ওদের ভাগ্যে টাকার পাহাড় - তোদের খালি-গামলা।

৪।
দেশের যারা গণ্যমান্য, রাজা, মন্ত্রী, বড় নেতা
অনেক কিছুই জানেন তারা, জানেন যেমন ভোটে জেতা।
যখন বলেন যা না খেতে
শুনিস যদি দুকান পেতে
খাওয়া বাদে কথা বাদে যখন যা চাস পাবি সে তা।