আমি, কোন পারেতে ছিলাম কবে, নেই তা আমার মনে
আমি, এই পারেতে এলাম একদিন, বলে সর্বজনে।
আমি, আছি হেথায় বুঝতে পারি
যাবো কোথায় খুঁজতে নারি
আবার, আমারই নেই খবরদারী, আমার বিদায়-ক্ষণে।
ওপার থেকে এপার আসা, এপার থেকে যাওয়া
টিকেটবিহীন এই পারাপার, বাহন যে তার হাওয়া।
কেউ দেখেনি ওপারে যা
দহন নাকি জলে ভেজা
নিতেই হবে দেবেন সে যা, যাই বলা হোক ধর্ম-দরশনে।
রসুল, নবী, অবতার
কিছু খবর দিলেন তার
ঘোর কাটে না তবু আমার, মরি সদাই মনের দহনে।