অভিশাপটা দিলেই ফলবে
এমনটা তো নয়
আকাশ মাথায় পড়বে ভেঙে
এমন কী আর হয়?
কখনও তা অধিক চাওয়া
পরের ক্ষতির লোভ
নিজের ভুলের বিচার ছাড়াই
প্রকাশ অধিক ক্ষোভ।
অন্যায় আর অত্যাচারে
মানুষ ব্যথা পেলে
অশ্রুজলে হৃদয় কাঁদে
দীর্ঘশ্বাসটা ফেলে।
ভাবতে পারো ছোট্ট সেটা
এমন বড় কী তা
সেই জলেতেই পুড়বে তুমি
যাবেই না তা বৃথা।
তোমার দেওয়া ব্যথায় মানুষ
ফেললে দীর্ঘশ্বাস
আজ কিবা কাল আসবে ঠিকই
তোমার সর্বনাশ।