আসা যাওয়া চিরন্তন সংসার মাঝে
কারো আসা ঘুরাঘুরি, কারো আসা কাজে।
কেউ থাকে কয়দিন, কেউ আরো অল্প
কিছু কিছু কথা হয়, হয় কিছু গল্প।
বিশেষ কিছু খাদ্যের চলে ভাগাভাগি
কারণে বা অকারণে রাত জাগাজাগি।
ফেলে আসা কিছু স্মৃতি হয় নবায়ন
তার মাঝে নব স্মৃতি জন্ম দেয় ক্ষণ।
সময়ের শেষে নেয় অতিথি বিদায়
ক্ষণিকের তরে মন কাঁদে বেদনায়।
হাতে হাত, বুকে বুক, শেষে হাত নড়ে
অগোচরে কারো চোখে ফোটা জল পড়ে।
তার মাঝে বাজে সুপ্ত হৃদয়ের টান,
ক্ষণিক বিষাদ শেষে জীবনের গান।