বহুক্ষণ জেগে জেগে চোখদুটো আসে লেগে
তন্দ্রাঅথচ প্রতিদিন থাকেয় আচ্ছন্ন ভাব
সহসা কে যেন দ্বারে শব্দ করে বারে বারে
মনে হয় সে এক নবাব!
অগত্যে শেষে উঠে দরজায় যায় ছুটে
দেখি যারে পরিচিত নয়
ক্ষণ চেয়ে তার মুখে অস্বস্তি নিয়ে বুকে
শুধালেম তার পরিচয়।
অভদ্র সে লোকটা খুলে রাখে চোখটা
মুখে তবু নেই কোন কথা
মুখোমুখি দুইজন কেটে গেল কিছুক্ষণ
অস্বস্তির শুধু নীরবতা।
যারে ভাবি নয় তিনি মনে হয় চিনি চিনি
তবুও তো তারে চেনা যায় না
সহসা অট্টহেসে বুঝলাম অবশেষে
সামনেই দাঁড়ানো এক আয়না!